দুঃস্বপ্ন
মাঝেমধ্যে নিজেকে জালিম মনে হয়-
ফিলিস্তিনের কোনো এক ধসে যাওয়া দালানের ফোকর দিয়ে একজোড়া মৃত শিশুর চোখ আমার দিকে তাকিয়ে থাকে হাসিমুখে এমন দৃশ্য দেখে ঘুম ভাঙে আর আমি জলতেষ্টায় ছটফট করতে করতে চলে যাই কিছু করতে না পারার অনুতাপের দীর্ঘ সে রাস্তায়-
আমি একা না,আমার সাথে আরো মানুষ, আরো শিশু, আরো পুরুষ অবিরাম হেঁটে যাচ্ছেন সেখানে শুধু একটি বিষণ্ণ বিশ্বাসে-
পৃথিবীর সব বেপোরোয়া রাস্তা একদিন গাজার দিকে চলে যাবে৷
0 মন্তব্যসমূহ