জেনো, ফিলিস্তিন
সকাল নাই
দুপুর নাই
সন্ধ্যা নাই
রাত্রি নাই
মাড়াইতেছে জালেমের উদ্ধত বুট পবিত্রভূমি
ফাটতেছে বোমা জলপাই ও ডুমুরের বনে
চরতেছে শিশুদের শবভূক শৃগালের দল
পঁচাত্তর বছর দীর্ঘ সময়
কিন্তু মুক্তি সুনিশ্চিত
জেনো, ফিলিস্তিন
তোমার তরে কাঁদে অনুক্ষণ
বাঙলার ঘুঘুপ্রাণ
0 মন্তব্যসমূহ