আম্মাজান
পুরো দুনিয়ার যেই প্রান্তেই থাকি,তার দুয়া সবসময় মাথার উপর থাকেন। পৃথিবীর সকল সমস্যার থেকে আমাকে হেফাজত করতেই তার মুনাজাতে সর্বক্ষণ আমিই থাকি। এই যান্ত্রিক শহরে হাজারো ভিড়ে আমায় হারিয়ে যেতে দেয় না! পুরো দুনিয়ার চোখে আমি বড় হয়ে গেলেও আমার মায়ের চোখে আমাকে বড় হতে দেয় না।।
মনে পরে
শৈশব! আম্মার হাত ধরে,ইস্কুল যাওয়া নতুন মুখ প্রথম বইয়ের মলাট এর গ্রান নেয়া। মনে পরে পেন্সিল রবার, থেকে প্রথম কলম ধরা। মনে পরে সেই শৈশব এর কমিশনার মাঠের বিকেল বেলা,গোল্লা ছুট মার্বেল ক্রিকেট খেলার কথা। সময়ের স্রোতে ইস্কুল এর গন্ডি পেরিয়ে কলেজ,অতঃপর পর দুমুঠো প্রেম নিবেদিত সিন্গ্ধ বিকেল। কালের পরিবর্তনে মনে পরে তোমাকে শুধু'ই তোমাকে।।
0 মন্তব্যসমূহ