ফিলিস্তিনকে নিবেদিত কবিতা : রায়হান কবীর



ফিলিস্তিন


আমরা চাইলে এই ভূমি ছেড়ে

চলে যেতে পারি

চলে গেলে আমি আমার মাকে হারিয়ে ফেলি

চলে গেলেই আমার বাবাকে হারিয়ে ফেলি

যারা একদিন এখানেই মরে গিয়েছিল

হায়নার হাতে

চলে যাওয়া মানে তাদেরকে মেরে ফেলা

লেপ্টে থাকা অন্ধকার শুষে নেওয়া

নিজেকে হারাতে

অতএব যুদ্ধ ছাড়া কোন পথ নেই

আজ এবং আগামীতে

আমার পা এখানে অনড় হিমালয়

তুষারের মত গলতে গলতে রক্ত কথা কয়


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ