ফিলিস্তিনকে নিবেদিত কবিতা : শেখ সাদ্দাম হোসেন

 



আমার স্মৃতি আর মুহূর্তগুলো সব রক্তে লেখা

(মোহাম্মদ দেইফকে)


জন্ম হলো আমার এক শরণার্থী শিবিরে

হতে পারতো ভিয়েনায়, সবুজে ঘেরা একটা শান্ত পাহাড়ে

না, যেখানে গাছ জন্মানোর আগেই তাকে উপড়ে ফেলা হয়

সেখানে আমার জন্ম হলো

ওরা আমার স্ত্রীকে মারলো, ৭ মাসের পুত্র সন্তানটিকে মারলো

আর মারলো কেবল মুখ ফুটে বাবা বলতে শেখা মেয়েটিকে

ওরা আমার একটি চোখ কেড়ে নিলো, ক্ষত-বিক্ষত করলো আমার শরীর

চোখের সামনে ওরা আমার উপাসনালয়ে হামলা করলো

আমার বাবা, ভাই ও বন্ধুদের একে একে মেরে ফেললো।

আমার তো হতে পারতো একটা ফ্যামিলি, একটা ঘর

পেতে তো পারতাম আমিও মায়ের আদর, স্ত্রীর ভালোবাসা

আমি এক প্রাণ, লক্ষ্য কোটি প্রাণের মতো এসেছি

এই পৃথিবীতে

আমার স্মৃতি আর মুহূর্তগুলো সব রক্তে লেখা

আমার মস্তিস্কে কেবল লাশের ছবি

আমার শরীর নেই আর, ছায়া হয়ে গেছি

তবু আমি বলবো আমার আগামীর শরণার্থী শিবিরে

জন্ম নেয়া প্রতিটি ভাই ও বোনেদের

ততক্ষণ পর্যন্ত আমাদের মরতে থাকতে হবে

যতক্ষণ না আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর ঘর আর পরিবার নিশ্চিত হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ