আকবর চৌধুরীর একগুচ্ছ কাপলেট




 ১

একদম শান্তশিষ্ট নদী হয়ে যাব, সবকিছু ভুলে

ভুলব তারেও, যে কাঁটা রেখে ফুল নিছে তুলে


ঘোর বর্ষাদুপুরে যৌবনভার উন্মত্ত নদী বেয়ে

এক মাছরাঙা হেঁটে যাচ্ছে কাউকে না পেয়ে


কাফেলাবিচ্ছিন্ন পাখিটি সন্ধ্যা পেরিয়ে হেঁটে

হেঁটে জীবনের দিকে এগোচ্ছে আঁধার কেটে


বয়ে চলা ঝরনার পাশে গাছটি দাঁড়িয়ে থেকে

পাহাড়কে ছায়া দিচ্ছে স্মৃতিকে আগলে রেখে


বিধ্বস্ত করছে নগর-বাড়ি, বিধ্বস্ত করে মন

কে যে কারে বিধ্বস্ত করল, লিখো তার সন


বৃষ্টি আমায় চিনে, সখ্যের কথা নদীও জানে

সাগরটা খুব প্রিয়, পাহাড়-ঝরনাও মন টানে


উত্তাল নদী বইছে ভেতরে, চোখে উত্তপ্ত ঢেউ

এমন বিধ্বস্ত সময়েও পাশে ডাকছে না কেউ


পলাশ ফোটছে অগ্নিরঙে, পথের ধারে ধারে

ওসব কুড়াব না আর, এখন খুঁজিও না তারে


বীজ থেকে অঙ্কুরিয়ে গাছটি ফুল থেকে ফলে

জানি না, সূর্যের কথা শিকড়কে কতটুকু বলে


১০

দুর্ভিক্ষপীড়িত মন নিয়ে গেলাম মানুষের ধারে

এ কি সেই মানুষ? মানুষ বলে জানতাম যারে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ