কবি পিয়াস মজিদের কয়েকটি কবিতা


চালচিত্র

~


বহু সিনেমা আমি দেখেছি জীবনে

তার চেয়ে বেশি সিনেমা নামিয়ে রেখেছি,

 দেখব বলে


সব সিনেমা দেখার মতো পাব কি জীবন,

আমার জীবনকে ধরতে পারবে কি

দুনিয়ার তাবত সিনেমা?


ঘটনা ও চরিত্রে জর্জরিত 

পৃথিবী এক ক্লান্ত সিনেমা

ইন্টারভ্যালে একটু 

কফি পিয়ে আসছি আমি




অশ্রুত

~


বসন্ত বাসনা সব

ঢেকে রেখেছিল

গরম পড়তে না পড়তে

কারা সব হৈ হৈ

এদিকেই ছুটে আসে

মিনহোয়াইল মার্চে।

বোধহীন-গন্ধহীন নাক নিয়ে

বনে কি বাগানে

পাশ দিয়ে হেঁটে গিয়ে

ফুলের মানত তুলে রেখে মনে

আমাদের ক্ষুধার্ত কথাদের

ভাত দেব বলে

আপাতত ধুয়ে রাখি 

ভাতেদের মাড়ে




ক্রমশ

~


রোজ অনেকেই নক করে

চিনতে চায় আমাকে

চেনাতে চায় নিজেকে

তাদের কী করে বলি

নিজেকে কতটা অ-চিনি!

পাতালে হৃদয় রেখে দেখি

আকাশের নীল গান জমে জমে

শাদা কাফনে তারাদের জন্ম হয়।

সবাই বলে, আমি খুব দ্রুত হাঁটি

আমি তো আমার সন্দেহজনক গতিবিধির পিছু নিতে থাকি




Time to say 'bye'

~


তুমি ছাড়া

আর যাদের গন্ধে

ভরে আছে আমার মন;

তারা কি তোমাকে শুধু 

ত্যক্ত করে

নাকি সোনালিও?

শরীর একটা 

পরার্থপর ফুল



আজকাল

~


অসংখ্য অনিদ্রার পর

একটু ঘুমাতে চাইলে

পাশে রাত এসে নিশ্বাস ফেলে।

অন্ধকারের ফোঁপানিতে 

আমার আর ঘুম আসে না~

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ