ফিলিস্তিনকে নিবেদিত কবিতা : রাশিদ নাইম


 


মেডিটেরিয়ান-এর কান্না


হে সমুদ্দুর, কবে যাবে?

অনাগত শিশুর ক্রন্দনে জ্যান্ত ঢেউ উপচে পড়ছে নৌকাতে, 

ওপরে বিস্তৃত কালো আকাশে এক একটি তারাঁ'র এক এক মিনিট নিরবতা।

হে সমুদ্দুর, কবে যাবে?

কবে এ তীব্র ঢেউয়ে রক্ষা পাবে তোমার ঘুমন্ত জলের কুমারীরা,

 কবে হাসবে সেই অভ্রভেদী কুমারী কোনো অনাগত গীতিকবিতায়।

হে সমুদ্দুর, কবে যাবে?

কবে পাড় খুজে পাবে সূর্যের দৈনিক অন্তর্ধানে।

কবে আগত শিশু হাসবে দুটি কুকুর ছানা কিংবা একটি বৃক্ষের সাথে?

হে সমুদ্দুর, কবে যাবে?

কবে হাতের মুঠোয় ধরা দেবে বহু দিনের অধরা সোনার মাটি।

কবে নৌকার পাল ভেঙে যুবকরা বানাবে নতুন পতাকার হাতল, গাইবে নতুন দিনের গান।

হে সমুদ্দুর,কবে যাবে? 

কবে আমায় নেবে?

কবে আমাদের নেবে?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ