শারমিন কবির শর্মির দুইটি কবিতা




ঝড় 


ভুলের ডাক নাম ধরে ডাকি।

ককেশাসের পাদদেশ থেকে উত্তর আসে

-আমি এখানে, তোমার থেকে দূরে থাকি!

তারপর কখন যেনো সেই ভুল এসেই গুটি পায়ে দাঁড়ায় পিছনে , 

আমার নাম ধরে ডাকে!

তাকে এবার বলি সেই ঠিকানায় চিঠি পাঠাতে।

কিন্তু ভুল নিজেকে শুধ্রে উল্টো পায়ে হাঁটে।

আর আমার বাইশ বসন্তের হিসেব হারিয়ে যায়। 

বাইশ বসন্ত ধরে শুধু বুকেই লালন করে গেলাম প্রেম 

অথচ প্রেমিকের মুছে গেছে!

লেপার গ্রামের মতোই ক্ষুদ্র হচ্ছে সেই নাম স্মৃতি স্মারক হতে।

কেবল ভুল গুলো শূল হয়ে সাক্ষী দেয়।

কি জানি, হয়তো এই বৈশাখে তারও কাল বৈশাখী হতে ইচ্ছে হয়!




ইশক


একদিন হাত ভর্তি মেহেদী রঙে বৈরিতা মিশিয়ে তোকে ফাঁকি দেবো!

খয়েরী রঙের তীরে এফোঁড় ওফোঁড় আমি, 

শীতল সাদায় জড়িয়ে আবদার করবো যা কিছু প্রাপ্য ছিলো আমার।

তোর থেকে জোর করে আদায় করবো পৃথিবীর একমাত্র ছলনাময়ী শব্দ, "ইশক"।

আমি তখন হাইড্রোজেন বেলুন, বাতাসের সাথে উর্ধ্বমুখী গতিতে ছুটছি।

উপর থেকে দেখছি কয়েদী পায়রার দল!

তাবৎ কয়েদ হওয়া পায়ারার পায়ে সেদিন বেঁধে দেবো নীল চিরকুট!

তারপর তুই উড়িস, যেখানে খুশি যাস... 

"তুই কেবল আমার থাকিস"

এই কথাটা সমাধিফলকেও অমরত্ব পাক!






 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ